রাজ্য সীমান্তবর্তী গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে বিএসএফ।নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার চিফ ইলেকশন কমিশনার এর কাছে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎকার শেষে সংবাদমাধ্যমকে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) বলেন,'BSF সীমান্তবর্তী গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে। বলছে, আর কেউ থাকবে না, সীমান্তে আমরাই থাকবো। আমরা এনিয়ে কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানিয়েছি।

এদিন রাজ্যের মোট দশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন চিফ ইলেকশন কমিশনার সুনিল আরোরার নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। প্রতিটি দলের প্রতিনিধিদের থেকে একে একে সমস্ত অভিযোগ শুনেন কমিশনার ‌। পার্থ চট্টোপাধ্যায় বলেন,'গ্রামবাসীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে বিএসএফ। বলা হচ্ছে, যে জেলাশাসক বাঁচাতে পারবে না। এটা একটা ভয়ঙ্কর দিক।'তৃণমূল কংগ্রেসের তরফে মর্মে কমিশনকে অবিলম্বে হস্তক্ষেপ করার আবেদন জানানো হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন:মমতা পুরোপুরি বাংলাদেশি‌ হয়ে গেছেন!
অবশ্য তৃণমূলের এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সরব হন রাজ্য বিজেপি। এই সময় ডিজিটাল কে ফোনে প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন,'পার্থবাবুর এইসব কথাবার্তা কাল্পনিক। বিএসএফ কোন রাজনৈতিক দল নয়।তারা দেশের সীমান্ত সুরক্ষার জন্য আত্ম বলিদান দিতেও পিছপা হয় না। এরা কিছু হলেই খালি বিএসএফ এর উপর দোষ চাপিয়ে দেন। শুধু শুধু বিএসএফ এর উপর চাপ দিয়ে পার্থক্য কি বোঝাতে চাইছেন? বিএসএফ এর উপর চাপ বাড়িয়ে তাদের মনোবল ভেঙ্গে দিতে এবং রাষ্ট্রীয় একতা নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল।'জয়প্রকাশ বাবু আরও বলেন, 'এককালে তো সিপিআইএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিযোগ করেছিলেন যে বর্ডার পার করে লোক ঢোকানো হচ্ছে। আর এখন তিনি নিজেই অনুপ্রবেশের বিষয়ে মদত দিচ্ছেন। শাসকদল আসলে মানুষের গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছা ভোট দিন। এই শ্লোগানে আমরা বিশ্বাসী। পার্থ বাবুরা এই বিষয়টাকে মেনে নিতে পারছেন না কেন? কি করে ভোট লুট করা যায় সেটাই ওদের মূল লক্ষ্য। সেটা না পারলে একে তাকে দু শুরু করে চলেন।
আরও পড়ুন:পুনের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন! কি অবস্থা ভ্যাকসিনের জানুন?

একই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন, 'বিএসএফ যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে তা নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশনের তরফ এ সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।'তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিএসএফ। একটি বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে বিএসএফ সম্পূর্ণ অরাজনৈতিক।

আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

Post a Comment

নবীনতর পূর্বতন